পঞ্চসায়রের গণধর্ষণের অভিযোগের ঘটনায় আটক ট্যাক্সিচালক

গড়িয়ার পঞ্চসায়রে গণধর্ষণের অভিযোগের ঘটনায় শনিবার রাতে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর আপাতত এই ব্রেক থ্রু। জানা গিয়েছে, গড়িয়া বাস স্ট্যান্ডের কাছ থেকে এক হলুদ ট্যাক্সির চালককে আটক করে পঞ্চসায়র থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় রাতে। তাকে ছাড়া হয়নি। খোঁজ চলছে ট্যাক্সিতে সওয়ার আর এক যুবকের। মূলত সিসিটিভির ফুটেজ থেকেই এই শনাক্তকরণের কাজ করছিল। কিন্তু সিসিটিভিতে ট্যাক্সির নম্বর পড়া যাচ্ছিল না। ফলে পুলিশ সেদিন রাতে ওই এলাকায় আসা ট্যাক্সির খোঁজে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক কিছু সূত্র ধরে পুলিশ তল্লাশি শুরু করে। ইতিমধ্যে নির্যাতিতার বয়ানে অসংলগ্নতায় ধর্ষণ আদৌ হয়েছিল কিনা সে নিয়ে প্রশ্ন ওঠে। শুক্রবার রাতে মারা যায় নির্যাতিতার মা। রাজ্য ও জাতীয় মহিলা কমিশনের পরস্পর বিরোধী বক্তব্যে মানুষই দোটানায়। এর মাঝে এই প্রথম আটক ঘটনার সত্য অনুসন্ধানে কতটা কাজে লাগে সেটাই দেখার। উল্লেখ্য, এখনও নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট আসেনি।