‘ভালো মানুষ’দের দলে যুক্ত করার ডাক অভিষেকের

দলে ভালো মানুষদের যুক্ত করার ডাক দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় ‘দিদিকে বলো’-র রিভিউ মিটিং তিনি নির্দেশ দেন, সমাজে যাঁরা ভালো মানুষ হিসেবে পরিচিত। মানুষকে প্রভাবিত করতে পারেন। তাঁদের দলের সঙ্গে যুক্ত করা হোক। একই প্রস্তাব দেন প্রশান্ত কিশোরও।

সোমবার, আমতলায় দিদিকে বলো-র রিভিউ মিটিং-এ হাওড়ার পাশাপাশি, ছিলেন হুগলির বিধায়ক ও কাউন্সিলার। তৃণমূলের সব সংগঠনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, এদিনের বৈঠকে কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ হাওড়ার বিধায়করাই। মঙ্গল ও বুধবার এই রিভিউ বৈঠক অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়। প্রথমে বিধায়কদের, এবং তারপর জেলা সভাপতি, ব্লক সভাপতি, যুব নেতা ও কাউন্সিলদেরও এটির রূপায়নের নির্দেশ দেওয়া হয়। সেই কাজ কেমন চলছে, তা খোঁজ নিতেই ‘দিদিকে বলো’ রিভিউ মিটিংয়ের আয়োজন করা হচ্ছে। প্রত্যেক জেলার কাজের খতিয়ান স্বয়ং দেখছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Previous article‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব ভাবনা ‘পুরুষ তোমার জন্য’
Next articleপুলিশ কমিশনার -ডালমিয়ার বৈঠক গোলাপি টেস্টের নিরাপত্তা নিয়ে