দু’দিন বাকি থাকতেই ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। লক্ষ্য এখন ক্রিকেটের নন্দনকাননে গোলাপি টেস্ট জেতা। শুক্রবার ইডেন গার্ডেন্সে বসবে চাঁদের হাট। সেদিন সকলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে আরও রোমাঞ্চকর করে তোলার জন্য নিজের কসরতে এতটুকু ফাঁক রাখতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই নিয়মিত জিমে গা ঘামাচ্ছেন বিরাট। সেরকমই একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ক্যাপ্টেন কোহলি।

ক্যাপশনে লিখেছেন, ‘কোনও দিনই ছুটি নেই।’ মুহূর্তের মধ্যেই বিরাটের এই জিমে গা ঘামানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

No days off. #one8innerwear pic.twitter.com/ZlSdwSikqb
— Virat Kohli (@imVkohli) November 18, 2019