পুজো দিয়ে, রাসচক্র ঘুরিয়ে কোচবিহারে অভিভূত মুখ্যমন্ত্রী

কোচবিহার রাজ পরিবারের কুলদেবতা মদনমোহন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভা থেকে যান সেখানে। আগেই রাখা ছিল পুজোর সমস্ত উপকরণ। মুখ্যমন্ত্রী মদনমোহনকে পুজো দেন। এরপর মন্দিরের মুখ্য পুরোহিত আরতি শুরু করেন। আরতি শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য পুরোহিতের আশীর্বাদ গ্রহণ করেন। এরপর মদনমোহন চত্বরে বিভিন্ন বিগ্রহ ঘুরে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই চত্বরের রাসচক্র ঘোরান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারের রাসমেলা দেখে তিনি অভিভূত।

মদনমোহন মন্দির চত্বর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে। সেখানে সাবেক ছিটমহলের কুড়িটি পরিবারের হাতে মেখলিগঞ্জে তৈরি কোয়ার্টারের চাবি তুলে দেন।

পাশাপাশি, কাশ্মীর থেকে কাজ হারিয়ে যাঁরা কোচবিহারে চলে এসেছেন, তাঁদের মধ্যে দুজনের হাতে চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সুব্রত বকসি, জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক উদয়ন গুহ সহ তৃণমূল নেতৃত্ব।

Previous articleঅশোক স্তম্ভ লাগানো গাড়িতে সাংসদ-পত্নী, বিতর্ক
Next articleআম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ক্রিকেটারের ড্রেসিংরুমে মৃত্যু