Monday, November 17, 2025

কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের আমন্ত্রণে কোচবিহার রাসমেলা পরিদর্শনে করবেন তিনি। সাজো সাজো রব কোচবিহার জুড়ে। সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হয়েছে মদনমোহন বাড়ি চত্বর। কুড়িটি সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে ও নজরদারি চালানো হচ্ছে।

রাসমেলা পরিদর্শনের পাশাপাশি কোচবিহারে কর্মিসভায় যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেতৃত্বের দাবি, 2013-র পরে কোচবিহারে দলীয় কর্মী সভায় সরাসরি যোগদান করতে দেখা যায়নি তাঁকে।

2018 পঞ্চায়েত নির্বাচনে লাগাতার অভিযোগ উঠেছিল শাসকদলের লাগামছাড়া সন্ত্রাস ও বুথ জাম, ছাপ্পা ভোটের। এমনকী, তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাদের নিজেদের ভোট দিতে পারেনি বলে অভিযোগ। লোকসভা নির্বাচনে কোচবিহারে শাসকদলের প্রার্থী জয়লাভ করেননি। এই পরিস্থিতিতে হাল ধরতে পথে নামেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। শুধু মন্ত্রিসভায় রদবদল নয়, কোচবিহারের ক্ষেত্রে ব্লক কমিটি ও বুথ কমিটিও ভেঙে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল দিদিকে বল কর্মসূচি।

সূত্রের খবর, সোমবার দুপুর তিনটের সময় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কোচবিহারে যাবেন। প্রথমে কর্মিসভা, তারপরে মদনমোহন বাড়িতে পুজো দেবেন তিনি। সবশেষে রাসমেলা ঘুরে রাতে কোচবিহার সার্কিট হাউসে থাকবেন। মঙ্গলবার সকালে তিনি কোচবিহার সংলগ্ন বাণেশ্বর শিব মন্দিরে পুজো দিতে যেতে পারেন। তারপর এই উড়ে যাবেন মালদার উদ্দেশ্যে।

Related articles

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...
Exit mobile version