আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ক্রিকেটারের ড্রেসিংরুমে মৃত্যু

0
1

কী হয়েছিল? করছিলেন ব্যাট। আম্পায়ারের সিদ্ধান্ত হলেন আউট। কিন্তু সিদ্ধান্তে তাঁকে মোটেই খুশি করতে পারেনি। নিঃশব্দে ফিরেছিলেন ড্রেসিংরুমে। ফিরেই সাজঘরে মৃত্যু।

অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে রবিবার। হায়দরাবাদে। মৃত ক্রিকেটারের নাম বীরেন্দ্র নায়েক, বয়স ৪১। রবিবার মারাডপল্লি স্পোর্টিং ক্লাবের স্থানীয় ওয়ান ডে লিগে মাঠে নেমেছিলেন বীরেন্দ্র। দারুন একটি ৬৬ রানের ইনিংস খেলেন। কিন্তু দুর্দান্ত ব্যাট করার সময়েই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে তাঁকে ফিরতে হয়। মোটেই খুশি করতে পারেনি বীরেন্দ্রকে। ড্রেসিংরুমে ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেকেন্দ্রাবাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

বীরেন্দ্রর নাকি হৃদযন্ত্রে সমস্যা ছিল। নিয়মিত ওষুধ খেতেন। এদিন আউট হওয়ার পর এতটাই শকড হন যে হৃদরোগে আক্রান্ত হন বলে চিকিৎসকরা বলছেন।

এমন ঘটনা ক্রিকেটে বিরল। ক্রিকেট ইতিহাসে বীরেন্দ্রকে এক মর্মান্তিক কারণে চিরদিন মানুষ মনে রাখবে।