Monday, November 17, 2025

রাজ্যপালের কল্যাণ তহবিলের টাকায় আর চিকিৎসা নয়, বললেন ধনকড়

Date:

এবার নতুন ইস্যুতে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের কল্যাণ তহবিল থেকে সাধারণ মানুষের চিকিৎসা খাতে টাকা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল৷

এক একান্ত সাক্ষাৎকারে আনন্দবাজারকে রাজ্যপাল জানিয়েছেন, বীরেন জে শাহ রাজ্যপাল থাকাকালীন 2004 সালের 29 জুন ওই কল্যাণ তহবিল গড়া হয়েছিল। সেখানে বলা আছে, স্বামীহারা মহিলা, প্রাক্তন সেনাকর্মী, বয়স্ক ও সহায়সম্বলহীন অনাথ, পরিবার থেকে পরিত্যক্ত, এমন সব মানুষকে সাহায্য করার কাজে এই তহবিল ব্যবহৃত হবে। রাজ্যপালের প্রশ্ন, ‘‘সার্বিক শিক্ষার খাতে, পরিবেশ রক্ষার খাতেও ওই টাকা খরচ করা যেতে পারে। কিন্তু ব্যক্তি-মানুষের চিকিৎসা খাতে ওই টাকা খরচ হবে কেন?’’

একইসঙ্গে রাজ্যপাল স্বাস্থ্যের হাল নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন। কেন্দ্রের “আয়ুষ্মান ভারত” প্রকল্প বয়কট করায় রাজ্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, “3 মাসে 3 হাজার মানুষ শুধু চিকিৎসার জন্য টাকা চাইছেন! এতে তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবিটাই ফুটে উঠছে। এক দিকে রাজ্য বলছে, সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই খাতে দিল্লি থেকে কয়েক হাজার কোটি টাকা পেতে পারত পশ্চিমবঙ্গ। সামান্য টাকার জন্য যাঁরা আমার কাছে আবেদন করেছেন, তাঁরা অনায়াসে সেই টাকা পেয়ে যেতেন।’’

কল্যাণ তহবিলের টাকা রাজ্যের বাজেট থেকে আসে, তাহলে সাধারণ মানুষ তা পাবেন না কেন? এর উত্তরে রাজ্যপাল বলেন, ‘‘তহবিলটা রাজ্যপালের নিয়ন্ত্রণে। রাজ্য যদি কাল ওই টাকা বন্ধ করে দেয়, দিক। কিন্তু আমি এই টাকা চিকিৎসার জন্য দেব না।’’ তিনি বলেছেন, রাজ্যপালের এই তহবিলে রয়েছে মাত্র দু’‌কোটি টাকা। 3 হাজার আবেদনকারীকে সেটা দিতে হলে বড়জোর 6-7 হাজার টাকা পড়বে প্রত্যেকের ভাগে। ওই টাকায় কোনও লাভ হবে না। প্রশাসনের একাংশের বক্তব্য, কল্যাণ তহবিলের টাকা চিকিৎসা খাতে না-দেওয়ার সিদ্ধান্ত রাজ্যপাল নিয়ে থাকলে
বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানিয়ে দেওয়া উচিত ৷ তাহলে মানুষের হয়রানি কমে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version