অশোকস্তম্ভ এবং ‘মেম্বার অফ পার্লামেন্ট’ লেখা গাড়িতে বিজেপির কর্মসূচিতে এসে বিতর্কে তৈরি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ৷ সোমবার পুরুলিয়ার গাড়িখানা এলাকায় মদবিরোধী এক আন্দোলন কর্মসূচিতে ওই রকম গাড়িতে আসেন তিনি। ওই গাড়ির কাচে ‘এমপি’ এবং ‘মেম্বার অফ পার্লামেন্ট’ লেখা ছিলো। ছিলো অশোক স্তম্ভের চিহ্নও।

বিতর্ক তৈরি হলেও এর মধ্যে সুজাতা খাঁ বেআইনি কিছুই দেখছেন না সাংসদ- পত্নী। মহিলা মোর্চা নেত্রী সুজাতা খাঁ-র সাফাই, “সংবিধানে কোথাও লেখা নেই যে এমপি’র গাড়িতে তাঁর স্ত্রী চাপতে পারবেন না। যদি সংবিধানে লেখা থাকত তাহলে নিশ্চয়ই মেনে চলতাম। পার্লামেন্ট ও সংবিধান সাংসদের স্ত্রীকে সমস্ত রকম সুবিধা দেয়৷ তাঁর গাড়ি আমি ব্যবহার করতেই পারি। এটা বেআইনি কিছু না”৷ এদিন বিজেপির মহিলা মোর্চা জনবহুল এলাকা থেকে মদের দোকান সরানোর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলো৷