বোমাবাজিতে উত্তপ্ত দিনহাটা

বোমাবাজিতে ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার রাতে, ভেটাগুড়ি বাজার এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে সমাজবিরোধীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাদা রঙের একটি গাড়ি থেকে কোচবিহার দিনহাটা রাজ্য সড়কের উপরে বোমা ছোড়া হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছোয় দিনহাটা থানার পুলিশ।

কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অভিযোগ, বোমাবাজির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
গত তিন মাসে 18 বার উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি এলাকা। বাজার এলাকায় এই হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।