Thursday, August 21, 2025

মাঝে মাত্র দুটো দিন। তারপরেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসবে চাঁদের হাট। বহু প্রতিক্ষীত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু সেই বহু চর্চিত পিঙ্ক টেস্ট ঘিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলল সাধারণ মানুষ। চার দিন বাকি থাকতেই সাধারণের জন্য আর কোনও টিকিট নেই, বলে সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে। আরও এর ফলেই ম্যানেজমেন্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমীরা।

ইডেন টেস্টের টিকিটের জন্য অনলাইনে আগেই টিকিট ছাড়া হয়েছিল। সৌজন্যে ‘বুক মাই শো’। কিন্তু কাউন্টারে মিলছে না পর্যাপ্ত টিকিট। সারা শহর যখন গোলাপি রঙে ছয়লাপ, তখন ইডেনের এক প্রান্ত কার্যত ধুন্ধুমার। প্রত্যেকের একটাই চাওয়া, ঐ গোলাপি আভাযুক্ত টিকিট। কিন্তু মিলবে তো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ইডেনের কাউন্টারে মিলছে না টিকিট। পাঁচদিনের টাকা দিয়ে মিলছে নাকি একদিনের টিকিট। হিসেব নাকি মেলাতেই পারছে না কাউন্টারের দায়িত্বে থাকা কর্মীরা। সোমবারের মতো মঙ্গলবারের চিত্রটাও একই ছিল।

আরও পড়ূন – বিশ্বকাপ বাছাই পর্বে আজ মরণ-বাঁচন ম্যাচ ভারতের

যদিও হাল খারাপ দেখে অবশেষে মাঠে নামতে হয়েছে সিএবি আধিকারীকদের। তারা আশ্বাস দিয়েছেন যে, টিকিট মিলবে। কিন্তু কীভাবে? কারণ, যে হাইপ্রোফাইল সেলেব লিস্ট রয়েছে পিঙ্ক টেস্ট ঘিরে, তাতে আমজনতার জন্য নাকি আর বেশি টিকিট বরাদ্দ কড়া সম্ভব নয়। তাহলে কি টিভির পর্দায় দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে? দেখা যাক, কী হয়। তবে এই মুহূর্তে টিকিট হাহাকার নিয়ে সরগরম ইডেন, তা বলাই যায়।

আরও পড়ূন – কলকাতায় পা রাখলেন কোহলি

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version