জিও গ্রাহকদের খরচ বাড়ছে

জিও পরিষেবা ব্যবহারের খরচ বাড়ছে। মোবাইলের ফোন কল এবং ডেটা ব্যবহারের খরচ বাড়ছে আগামী সপ্তাহ থেকে। রিলায়েন্স এর পক্ষ থেকে একথা জানিয়ে দেওয়া হলো মঙ্গলবার। এয়ারটেল এবং ভোডাফোন ইতিমধ্যে ডিসেম্বর থেকে তাদের পরিষেবায় খরচ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তারপরেই এল জিওর ঘোষণা।

জিওর তরফেই জানানো হয়েছে টেলিকম রেগুলেটরি সংস্থা বা ট্রাই এর সঙ্গে টেলিকম পরিষেবা সংস্থাগুলির আলোচনা চলছে, এবং তার পরিপ্রেক্ষিতেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুল্ক বাড়ানো হবে। ফলের সার্ভিস প্রোভাইডাররাও পরিষেবা দিতে খরচ বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে।