জোট করতে হলে শিবসেনা কেন, বরং বিজেপির সঙ্গেই জোট করুক কংগ্রেস! কটাক্ষ কুমারস্বামীর

কোনও হিন্দুত্ববাদী দলের সঙ্গে জোট যদি করতেই হয় তাহলে শিবসেনা কেন? তার চেয়ে ভাল হবে বিজেপির সঙ্গে জোট করলে। সেটাই করুক কংগ্রেস। শিবসেনাকে ছেড়ে বরং বিজেপির সঙ্গে জোট করুক! বক্তা, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। কয়েক মাস আগেও যাঁর দল কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালিয়েছিল। সেই কুমারস্বামীই এখন মহারাষ্ট্র নিয়ে কংগ্রেসের অবস্থানের তীব্র সমালোচনা করলেন। শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট করার উদ্যোগকে কটাক্ষ করে বললেন, ক্ষমতায় আসার জন্য কংগ্রেস এভাবে নিজেদের মতাদর্শগত অবস্থানকে জলাঞ্জলি দিলে পরে নিজেরাই বিপদে পড়বে।

কুমারস্বামীর ব্যাখ্যা, শিবসেনা একটা আদ্যন্ত কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল। সেই তুলনায় বিজেপি বরং নরমপন্থী হিন্দুত্ববাদী দল। হিন্দুত্ববাদী দলকেই যদি জোট করার জন্য বাছতে হয় তাহলে কট্টরপন্থী দলের চেয়ে নরমপন্থী দলের সঙ্গে থাকাই ভাল। সেক্ষেত্রে শিবসেনাকে বাদ দিয়ে বরং বিজেপির সঙ্গেই জোট করুক কংগ্রেস।

আরও পড়ুন-ডিসেম্বর থেকে মোবাইল পরিষেবায় মাসুল বাড়াচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া