তৃণমূলস্তরে সরকারি পরিষেবা পৌঁছেছে কি না জানতে নয়া উদ্যোগ

0
3

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা প্রান্তিক মানুষ পাচ্ছেন কি না সে বিষয়ে জানার নির্দেশ একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নবান্নতে একটা অভিযোগ সেল গঠন করা হয়েছে। এবার, সাধারণ মানুষের কাছে প্রতিদিন যেতে প্রতিটা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। আধিকারিকরাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রকল্পের সুযোগ সুবিধা কতটা তাঁরা পাচ্ছেন তার রিপোর্ট দেবেন। নতুন নির্দেশে বিডিওদের বলা হয়েছে, প্রতিটি ব্লকে যেতে হবে। স্থানীয়রা রাজ্য সরকারি প্রকল্পের সুযোগসুবিধা কতটা পাচ্ছেন, তার রিপোর্টও দিতে হবে। পাশাপাশি, সরকারি প্রকল্পের ফলে রাজ্যবাসীর জীবনযাত্রীর মানের কতটা উন্নতি হয়েছে রিপোর্টে তার উল্লেখ থাকতে হবে। বিডিওদের থেকে এই রিপোর্ট যাবে জেলাশাসকের কাছে। জেলাশাসকরাই সেই রিপোর্ট পাঠাবেন নবান্নতে।

আরও পড়ুন-রিয়্যালিটি শো-তে অশরীরীর অস্তিত্ব! আদালতে বিজ্ঞান মঞ্চ