নেই ফুটব্রিজ বা সাবওয়ে, প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ

নেই ফুটব্রিজ বা সাবওয়ে, প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ। এমনই অবস্থা ডানকুনিতে। প্রত্যেকদিন বিদ্যালয়ে যাচ্ছে কয়েকশো পড়ুয়া, পাশাপাশি নিত্যযাত্রীরাও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে রাস্তা। এটাই বাস্তব চিত্র ডানকুনির চাকুন্দি এলাকায়। স্থানীয় মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের দাবি দীর্ঘদিনের। তবুও সরকারি উদাসীনতায় শুরুই হল না কাজ। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে চিঠিও করে দেন হাইওয়ে ডিভিশনকে। সেখানে দাবি ছিল এই এলাকায় সাবওয়ে বা ফুট ওভারব্রিজের দরকার, কারণ এখানে অনেক স্কুল,মাদ্রাসা,মসজিদ আছে। ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম বলেন, ‘বিশাল জনবসতিপূর্ণ এলাকা প্রতিদিনই দুর্ঘটনা বেড়েই চলেছে, প্রাণহানিও হয়েছে।’ তিনি বহুবার অনেক জায়গায় এই বিষয়ে দরবার করেছেন এখন কোন ফল মেলেনি। সকাল থেকেই আতঙ্কে দিন গুনতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন-২০২০-তে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু হচ্ছে

 

Previous articleশিল্পাঞ্চলের বাজারে হানা ইবি-র
Next articleডিসেম্বর থেকে মোবাইল পরিষেবায় মাসুল বাড়াচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া