মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এবার শিবসেনার পথেই দরাদরি এনসিপির

প্রাথমিকভাবে ঠিক ছিল শিবসেনার মুখ্যমন্ত্রী এবং এনসিপি ও কংগ্রেসের দুজন উপমুখ্যমন্ত্রী নির্বাচন করে মহারাষ্ট্রে সরকার গড়বে তিন দলের জোট। কিন্তু সরকার গড়া নিয়ে একদিকে শিবসেনার মরিয়া চেষ্টা আর অন্যদিকে কংগ্রেসের মতাদর্শগত দ্বন্দ্বের সুযোগে এবার নতুন দাবি তুলল এনসিপিও। এর আগে ঠিক যে দাবি তুলে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিয়েছে শিবসেনা, এখন সেই একই দাবি শোনা যাচ্ছে এনসিপির মুখে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি। পাঁচ বছরের সময়কালের মধ্যে একটি মেয়াদে শিবসেনা ও আরেকটি মেয়াদে এনসিপির মুখ্যমন্ত্রী থাকবে। তবে এনসিপির দাবি মেনে শিবসেনা পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রিত্বের অধিকার ছাড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়।

যদিও এক্ষেত্রে শারদ পাওয়ারের দলের নেতারা বলছেন, শিবসেনার সঙ্গে এনসিপির বিধায়ক সংখ্যার ব্যবধান মাত্র দুই। শিবসেনার ৫৬ ও এনসিপির ৫৪ জন বিধায়ক। এনসিপির যুক্তি, বিজেপির চেয়ে অনেক কম অাসন পেয়েও যদি শিবসেনা আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্ব দাবি করে তাহলে শিবসেনার চেয়ে মাত্র দুটি কম আসন পেয়ে এনসিপি কেন একই দাবি জানাবে না ?

আরও পড়ুন-আগ্রার নাম বদল! নিশ্চয়ই গুজব, ট্যুইটে বললেন অপর্ণা

Previous articleআগ্রার নাম বদল! নিশ্চয়ই গুজব, ট্যুইটে বললেন অপর্ণা
Next article২০৫০ সালের মধ্যে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে সাধের কলকাতা