Thursday, November 13, 2025

তিনদিনে লেখা হবে গোলাপি টেস্টের ইতিহাস? শুনে হেসে ফেললেন বাংলাদেশ অধিনায়ক

Date:

ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট কি তিনদিনেই শেষ হয়ে যাবে, নাকি গড়াবে শেষদিন পর্যন্ত? প্রথম সম্ভাবনার বিষয়টি নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে খুব বেশি দ্বিমত নেই। ইডেনের সবুজ উইকেট, গোলাপি বলের জটিল আচরণ, আগে কখনও রাতে টেস্ট না খেলা আর ইন্দোর টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে তাঁদের ধারণা— ইডেন টেস্ট তিন দিনের বেশি গড়াবে না! যদি তাই হয়, তাহলে এত আয়োজন, এত রোমাঞ্চ তিন দিনেই শেষ হয়ে যাবে?টেস্ট যদি চতুর্থ কিংবা পঞ্চম দিনে নেওয়া যায়, তবেই লাভ শুধু ক্রিকেটীয় দিক দিয়ে নয়, লাভটা বাণিজ্যিক ও সাংগঠনিকভাবেও।

ইডেনের উইকেট তাই ব্যাটসম্যানদের মৃত্যুকূপ নয়, সিএবি চাইছে যতটা সম্ভব স্পোর্টিং করতে। বুধবার যতটা সবুজ দেখা গেছে, আজ ম্যাচের আগেরদিন গ্রিন টপের আভা অনেকটা কমেছে। শুক্রবার ম্যাচ শুরুর আগে সেটি নাকি আরও কমবে। দিন যত গড়াবে এই উইকেটে ব্যাটিং করা ততই সহজ হবে। যদি ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে না আসেন, গোলাপি বলের আচরণ দ্রুত ধরে ফেলতে পারেন—ইডেন টেস্ট অনায়াসে চার দিনে গড়াবে বলেই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কিউরেটর। শুধু শুধু উইকেট-আতঙ্কে ভোগার কারণ তিনি দেখছেন না।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সাংবাদিক বৈঠকে এসে তিনদিনের তত্ত্ব শুনে মুচকি হাসলেন। তাঁর কথায়, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি বলতে পারি না খেলা তিন দিনে শেষ হবে! ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে এমন কোনও কথা নেই। হয়তো ঘাস থাকার পরও শক্ত উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন। আমার মনে হয়, স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

গোলাপি বলে দিনরাতের এই ঐতিহাসিক টেস্টকে কেন্দ্র করে ক্রিকেট জ্বরে কাবু তিলোত্তমা কলকাতা। প্রবল উৎসাহ, উদ্দীপনা। সাজ সাজ রব। দুই দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে থাকবেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরাও। সব কিছুকে এড়িয়ে খেলায় মনোযোগ রাখা নিশ্চয়ই কঠিন। মুমিনুলের কাছে অবশ্য এটি কোনও চাপই মনে হচ্ছে না। তিনি বললেন, ‘বাইরে কি হচ্ছে না হচ্ছে পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমাদের প্রভাবিত করবে বলে মনে হয় না। এই চাপ আসাও উচিত না। যে যার কাজ ঠিকমতো করছি। চাপ আসার কোনও সুযোগ নেই।’

আরও পড়ুন-আলোচনায় তিস্তা? কাল সন্ধ্যায় হাসিনা মমতার দ্বিপাক্ষিক বৈঠক

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version