টেস্ট তিন দিনের বেশি গড়াচ্ছে না

বাংলাদেশ অল আউট ১০৬। ভারত ১৭৪ রানে ৩ উইকেট। বিরাট ব্যাটিং ৫৯, রাহানে ব্যাটিং ২৩। ঐতিহাসিক পিঙ্ক টেস্টের প্রথম দিনের শেষে বিরাটের ভারত এগিয়ে ৬৮ রানে।

প্রথম পিঙ্ক টেস্টে খেলতে নেমেছিল দুই দেশ। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নেওয়ায় প্রশ্ন উঁকি দিচ্ছিল ক্রিকেটপ্রেমীদের। সেটাই বাস্তব হল। প্রথম তিন ঘন্টায় শেষ মামুনুলের দল। ১০৬। ভাঙল ভারতের সেই পেস ব্যাটারি। প্রত্যেক টেস্টেই ভারতের পেস ব্যাটার উইকেট নিচ্ছে ভাগাভাগি করে। এবার নায়ক ঈশান্ত। প্রথম পিঙ্ক বলে তাঁর ৫উইকেট। রোহিত (২১) আর মায়াঙ্ক (১২) অল্প রানে আউট হওয়ার পর পূজারা আর বিরাট টানলেন দলকে। পূজারা ৫৫ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পরের সময়টুকু বিরাট-রাহানের।

দুটি প্রশ্ন। নিশ্চিত তিন দিনের বেশি টেস্ট ম্যাচ গড়াচ্ছে না, বলেই দেওয়া যায়। আর কয়েকটি টেস্টের খরা কাটিয়ে বিরাটের কী ২৭তম সেঞ্চুরি হচ্ছে? অপেক্ষা ২০ ঘন্টার।

Previous articleমহারাষ্ট্রে ‘বিকল্প’ সরকার হচ্ছেই, বিজেপি যাচ্ছে সুপ্রিম কোর্টে
Next articleঋদ্ধিমানের সেঞ্চুরি