ঘোষণা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল, দলে ফিরলেন পন্থ, নেই রাহুল

এদিন যে বিসিসিআই দল ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন শিবম দুবে।

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি। রয়েছেন যশস্বী জসওয়াল। চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ঢুকলেন ঋষভ পন্থ। দলে ফিরলেন সঞ্জু স্যামসন এবং যুজবেন্দ্র চ্যাহালও। দলে জায়গা পাননি কে এল রাহুল। প্রথম দলে জায়গা পাননি রিঙ্কু সিং এবং শুভমন গিল।

এদিন যে বিসিসিআই দল ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন শিবম দুবে। আইপিএলের দুরন্ত ছন্দের কথা মাথায় রেখে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে স্কোয়াডে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। এবারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাটও। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে।এছাড়া বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই দলে রয়েছেন কোহলিও। রয়েছেন সূর্যকুমার যাদব। রয়েছেন হার্দিক পান্ডিয়াও। টি-২০ বিশ্বকাপে হার্দিককে রাখা হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিলো। তবে শেষমেষ নির্বাচকরা আস্থা রাখেন হার্দিকের ওপর। রোহিতের ডেপুটি তিনি।

একনজরে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চ্যাহাল, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

রিজার্ভ বেঞ্চ: শুভমন গিল, খলিল আহমেদ, আভেশ খান, রিঙ্কু সিং।

আরও পড়ুন- ‘ঠিক মতন আমরা ব্যাট করতে পারিনি, তাই হার’, কলকাতার কাছে হেরে বললেন পন্থ

Previous articleকেন্দ্রকে বরাদ্দের হিসেব দেওয়া বাকি নেই! শাহকে চ্যালেঞ্জ মমতার, বিজেপি উপড়ে ফেলার ডাক
Next articleপ্রয়াত সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর