গোলাপি টেস্টে অবশেষে পঞ্চাশের গণ্ডি টপকালেন এক বাংলাদেশি ব্যাটসম্যান

ইডেনে গোলাপি টেস্টে দিশেহারা বাংলাদেশ। ভারতের আগুনে পেস বলের সামনে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে তারা। মাত্র ৩০ ওভার উইকেটে টিকে ছিল তাঁরা। সর্বোচ্চ রান করেছিলেন ওপেনার সাদমান ইসলাম।

দ্বিতীয় ইনিংসেও করুণ দশা তাদের। ম্যাচ তিনদিনে টেনে নিয়ে যাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। যদিও এতো খারাপ কিছুর মধ্যেও অর্ধ শতরান করলেন মুশফিকুর রহিম। গোলাপি টেস্টের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান, যিনি পঞ্চাশের গণ্ডি টপকালেন।

ইশান্ত শর্মার বলে বাউন্ডারিতে মুশফিকুর রহিম স্বাদ পেলেন আরেকটি টেস্ট ফিফটির। বিপর্যয়ের মধ্যে দারুণ সব শটে তার ফিফটি এসেছে ৫৪ বলে। যার মধ্যে ছিল ৯টি চার।

সিরিজে মুশফিকের এটি দ্বিতীয় ফিফটি। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে ফিফটি পাননি বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যান।

Previous articleরামচন্দ্র পুরুলিয়ায় এসেছিলেন সীতাকে নিয়ে, জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো
Next articleস্কুল ব্যবস্থার খোলনলচে বদলে ফেলছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক