গোলাপি বলে সাফল্যের রহস্য জানালেন ইশান্ত

গোলাপি বলে দিনরাতের টেস্টে এই প্রথম অংশ নিল ভারতীয় দল। ফলে টিম ইন্ডিয়ার পেসারদের কাছেও অনেকটাই অজানা ছিল বলের চরিত্র। কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতা সংমিশ্রণে গোলাপি বলে সাফল্য পাওয়ার রসায়ন আয়ত্ত করতে খুব বেশি দেরি করতে হয়নি ইশান্ত-উমেশ-সামিদের।

সঠিক লেংথ বুঝে নিতে স্রেফ তিন ওভার লেগেছে ইশান্ত শর্মা-উমেশ-সামিদের। ফলে গোলাপি বলে আগুন ঝরিয়ে টিম ইন্ডিয়ার এই ত্রয়ী হয়ে উঠেছেন বিশ্বের সেরা পেস আক্রমণের উদাহরণ।

ঐতিহাসিক টেস্টে প্রথম দিনেই বল হাতে ২২ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ইশান্ত। প্রথম দিন শেষে তিনিই দলের প্রতিনিধি হয়ে আসেন সাংবাদিকদের সামনে।

কেন শুরুতে সাদামাটা ছিল তাঁদের বোলিং? ইশান্তের উত্তর, “লাল বলের চেয়ে গোলাপি বল অনেক আলাদা। আমরা শুরুতে নিজেদের সাধারণ লেংথে বল করছিলাম, তখন খুব একটা সুইং পাচ্ছিলাম না। এরপর সঠিক লেংথটা চিহ্নিত করি। আমরা তিন পেসার নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করছিলাম। এরপর আমরা সঠিক লেংথে বল করতে থাকি।”

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম ইনিংস টিকেছে মাত্র ৩০.৩ ওভার। ১০৬ রানে গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস। এদিকে, এক যুগ পর দেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইশান্ত জানান, “আমার মনে হয়, শুরুতে উইকেট দুইরকম গতির ছিল। নেটে যেমন ছিল, তেমনি আমরা দুইরকম গতির উইকেট এখানেও আশা করেছিলাম।”

Previous articleগান্ধী পরিবারকে এসপিজি নিরাপত্তা নয়, সংশোধনী বিল আনছে কেন্দ্র
Next articleশিবসেনা বলল রাজনৈতিক ব্যভিচার