শিবসেনা বলল রাজনৈতিক ব্যভিচার

মহারাষ্ট্রে নাটকীয় পটপরিবর্তনের পর মুখ খুললেন শিবসেনার বিধায়ক সঞ্জয় রাউত। তিনি পরিষ্কার বললেন, এটা হল রাতের অন্ধকারে অনৈতিক এবং রাজনৈতিক ব্যভিচার। রাজভবনকে বিকৃত উপায় কাজে লাগানো হয়েছে।

সঞ্জয় বলেন, গতকাল রাত ন’টার সময় যখন আমাদের বৈঠক হয় তখন পাওয়ারের চোখমুখের অভিব্যক্তি অন্যরকম ছিল। তিনি চোখে চোখ রেখে কথা বলছিলেন না। যে দোষী, যার মধ্যে অন্যায় রয়েছে, যে বিশ্বাসঘাতকতার কাজ করছে, সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। বৈঠক থেকে একটু আগে বেরিয়েও গিয়েছিলেন। হ্যাঁ হতে পারে সরকার তৈরি করতে একটু সময় লাগছিল। কিন্তু রাতের অন্ধকারে যেভাবে পিছনের দরজা দিয়ে রাজভবনকে কাজে লাগিয়ে সরকার গড়া হয়েছে, তা বেনজির। আমি বিজেপিকে দোষ দেব না। ওরা তো যেভাবেই হোক সরকার করতে চেয়েছিল। কিন্তু অর্থ, ক্ষমতা আর পেশিশক্তি কোথায় পৌঁছাতে পারে মহারাষ্ট্র তার উদাহরণ তৈরি করল ২৩ নভেম্বর।

Previous articleগোলাপি বলে সাফল্যের রহস্য জানালেন ইশান্ত
Next articleহঠাৎ কলকাতায় সাকিব! কিন্তু কেন?