Monday, November 17, 2025

মাত্র 21 বছর বয়স, এখনই বসতে চলেছেন বিচারকের আসনে।

দেশের কনিষ্ঠতম বিচারক হতে চলেছেন মায়াঙ্ক প্রতাপ সিং।
মাত্র 21 বছর বয়সে রাজস্থানের ‘জুডিশিয়াল সার্ভিস 2018’ পরীক্ষায় পাশ করেছেন মায়াঙ্ক । এই পরীক্ষার মাধ্যমেই রাজস্থানের বিভিন্ন কোর্টে বিচারক নিয়োগ করা হয়। সেই পরীক্ষায় পাশ করেই বিচারক হতে চলেছেন মায়াঙ্ক।

মায়াঙ্ক বলেছেন, তিনি 2014 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে 5 বছরের এলএলবি কোর্সে ভর্তি হন। এ বছরেই তা শেষ হয়েছে। তার পরেই তিনি এই পরীক্ষায় বসেন। এবং প্রথমবারেই ওই পরীক্ষায় পাশ করে যান। দেশের কনিষ্ঠতম বিচারক বলেছেন, ‘আমার বরাবরই ইচ্ছা ছিল এই পরীক্ষায় বসার। দেশে বিচারবিভাগ ও বিচারক-বিচারপতিদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে, তা আমাকে আকৃষ্ট করত। ফলে এলএলবি শেষ হতে বসেই পড়লাম পরীক্ষায়।’ তবে তিনি যে প্রথমবারেই এই কৃতিত্ব অর্জন করবেন, তা নিজেও ভাবেননি। সে কারনেই রেজাল্ট বেরনোর পর আর উচ্ছ্বাস চেপে রাখেননি। সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভীষণ খুশি। উচ্ছ্বসিত। আমি আমার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা পাশে না থাকলে এই সাফল্য আসত না।’
প্রসঙ্গত, এ বছরই রাজস্থান হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসেস-এ বসার বয়স কমিয়ে 21 বছর করে। তার আগে এটি ছিল 23 বছর। পরীক্ষায় বসার ন্যূনতম বয়স না কমলে মায়াঙ্ক বসতেই পারতেন না পরীক্ষায়।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version