মাত্র 21 বছরেই বিচারক হলেন মায়াঙ্ক

0
1

মাত্র 21 বছর বয়স, এখনই বসতে চলেছেন বিচারকের আসনে।

দেশের কনিষ্ঠতম বিচারক হতে চলেছেন মায়াঙ্ক প্রতাপ সিং।
মাত্র 21 বছর বয়সে রাজস্থানের ‘জুডিশিয়াল সার্ভিস 2018’ পরীক্ষায় পাশ করেছেন মায়াঙ্ক । এই পরীক্ষার মাধ্যমেই রাজস্থানের বিভিন্ন কোর্টে বিচারক নিয়োগ করা হয়। সেই পরীক্ষায় পাশ করেই বিচারক হতে চলেছেন মায়াঙ্ক।

মায়াঙ্ক বলেছেন, তিনি 2014 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে 5 বছরের এলএলবি কোর্সে ভর্তি হন। এ বছরেই তা শেষ হয়েছে। তার পরেই তিনি এই পরীক্ষায় বসেন। এবং প্রথমবারেই ওই পরীক্ষায় পাশ করে যান। দেশের কনিষ্ঠতম বিচারক বলেছেন, ‘আমার বরাবরই ইচ্ছা ছিল এই পরীক্ষায় বসার। দেশে বিচারবিভাগ ও বিচারক-বিচারপতিদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে, তা আমাকে আকৃষ্ট করত। ফলে এলএলবি শেষ হতে বসেই পড়লাম পরীক্ষায়।’ তবে তিনি যে প্রথমবারেই এই কৃতিত্ব অর্জন করবেন, তা নিজেও ভাবেননি। সে কারনেই রেজাল্ট বেরনোর পর আর উচ্ছ্বাস চেপে রাখেননি। সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভীষণ খুশি। উচ্ছ্বসিত। আমি আমার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা পাশে না থাকলে এই সাফল্য আসত না।’
প্রসঙ্গত, এ বছরই রাজস্থান হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসেস-এ বসার বয়স কমিয়ে 21 বছর করে। তার আগে এটি ছিল 23 বছর। পরীক্ষায় বসার ন্যূনতম বয়স না কমলে মায়াঙ্ক বসতেই পারতেন না পরীক্ষায়।