গ্র‍্যামি মনোনয়ন পেলেন মিশেল ওবামা

গ্র‍্যামির মনোনয়ন পেলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁর স্মৃতিকথা “অডিও বুক”-এর জন্য তাঁর এই মনোনয়ন। এর আগে ২০০৬ সালে ” ড্রিমস অফ মাই ফাদার” এবং ২০০৮ সালে “দ্য অডাসিটি অফ হোপ”-এর জন্য গ্র‍্যামি জিতেছিলেন বারাক ওবামা। মনোনয়ন পেয়ে আপ্লুত মিশেল বলেন, আমি সম্মানিত।