রাজ্যপালের নির্দেশের মাপকাঠি নিয়ে কৌশলী অজিতশিবির

আমি এনসিপির নেতা। আমার সঙ্গে ৫৪ জন দলের বিধায়ক। আমি সমর্থন করছি বিজেপিকে। এই পরিস্থিতিতেই রাজ্যপাল শপথে ডেকেছেন নতুন সরকারকে। এতে ভুল কোথায়? এই যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টে অজিত পাওয়ারের তরফে আর্জি: রাজ্যপালের সেদিনের নির্দেশ চ্যালেঞ্জ করা যায় না। আর তার পরে যদি কোন মতপার্থক্য থাকে, সেটা আস্থাভোটে দেখা যাবে। কোর্ট কী করবে? সুপ্রিম কোর্ট আবেদনকারীদের হাইকোর্টে যেতে বলুন।

আরও পড়ুন-বুথে ঢুকতে বাধা, রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ খড়গপুরের বিজেপি প্রার্থীর

 

Previous articleমহারাষ্ট্রের আইনি লড়াইয়ে সামিল নামী আইনজীবীরা
Next article১৭০ জনের সমর্থন আছে, সুপ্রিম কোর্টে জানাল সরকার