সোমবার সকাল সাড়ে দশটায় মহারাষ্ট্র-শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। বিচারপতি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চে চলছে শুনানি। গতকালের নির্দেশ মত দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের সমর্থনের চিঠি সলিসিটর জেনারেল তুষার মেহতা তুলে দেন বিচারপতিদের হাতে। কেন্দ্রের প্রতিনিধি মেহতা বলেন, তিনটি দল সরকার গঠনের নামে ঘোড়া কেনাবেচার চেষ্টা করছিল। এটা নিয়ে আলোচনার দরকার আছে। আমাদের কাছে আসল তথ্য আছে।

আরও পড়ুন-সৌজন্যতার নিদর্শন
