Tuesday, November 18, 2025

কালিয়াগঞ্জ-এ বিজেপি প্রার্থী ভুল করেছেন, স্বীকার করলেন মুকুল

Date:

ইভিএমের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে নির্দেশ কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থীর! যা নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। বিভিন্ন মাধ্যম থেকে কমিশনের হাতে যে ভিডিও ফুটেজ এসেছে, তার ভিত্তিতে বিজেপি প্রার্থীকে শোকজ করেছে কমিশন। বিজেপি নেতা মুকুল রায়ও স্বীকার করে নিলেন, বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার যেটা করেছেন সেটা ভুল।

তবে মুকুল ব্যাখ্যা দিয়ে বলেন, কয়েকদিন আগে ওনার মেয়ের বিয়ে ছিল। তাই খাটাখাটুনির পর বিজেপি প্রার্থীর স্ত্রী নাকি অসুস্থ ছিলেন। এবং সেই কারণে স্ত্রীকে সাহায্য করতে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকারের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে সকালেই। কালিয়াগঞ্জের একটি বুথে যখন তাঁর স্ত্রী ভোট দিচ্ছিলেন, তখন পাশে দাঁড়ানোর অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষে।

বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা গিয়েছে, ইভিএমের সামনে গিয়ে স্ত্রীকে ভোট দিতে সাহায্য করছেন বিজেপি প্রার্থী কমল সরকার। শুধু তাই নয়, কমিশনের মিডিয়া মনিটরিং সেলেরও নজরে এসেছে বিষয়টি। জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version