শক্তি-প্রদর্শনের মহা-প্যারেডে হাজির তিন দলের 162 বিধায়ক

বিজেপি শিবিরের রক্তচাপ বাড়িয়ে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে হাজির শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের 162 জন বিধায়ক। 288 আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 145 বিধায়কের সমর্থন। সেখানে 162 বিধায়ককে হাজির করিয়ে নিঃসন্দেহে চমক দিলেন শারদ পাওয়ার, এই মহা-প্যারেডের কৌশলটি মূলত যাঁর মস্তিস্কপ্রসূত। উপস্থিত বিধায়কদের দাবি, তাঁরাই সরকার গড়বেন। মহা-প্যারেডে উপস্থিত শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, মল্লিকার্জুন খাড়গে, অশোক চৌহান, আবু আজমি সহ তিন দলের রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা। বিধায়করা আওয়াজ তুলছেন, উই আর 162। বিজেপি বিরোধী সরকার গড়তে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন তিন দলের 162 বিধায়ক।

 

Previous articleক্ষিতি গোস্বামীর প্রয়াণে সমস্ত রাজ্য সরকারি অফিসে অর্ধদিবস ছুটি দিল নবান্ন
Next articleযোগীর রাজ্যে গরুর জন্য শীতবস্ত্র বিলি করবে অযোধ্যা পৌরসভা