Thursday, August 21, 2025

ধোনিকে চাইছে বাংলাদেশ

Date:

Share post:

বিশ্বকাপের পর আর ব্যাট হাতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। এমনকি উইকেটের পেছনেও দেখা যায়নি তাঁকে। এর ফলে বহুবার তাঁর অবসরের জল্পনা উঠেছে ক্রিকেটমহলে। কিন্তু এখনও তিনি অবসরের কথা জানাননি। উলটে, আগামী বছর কামব্যাক করতে পারেন ধোনি, এমন গুঞ্জন বর্তমানে শোনা যাচ্ছে। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে ভারতের প্রাক্তন ‘ক্যাপ্টেন কুল’-কে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দু’টি ম্যাচের জন্য ধোনি-সহ সাত ভারতীয় ক্রিকেটারকে এশিয়া একাদশের জন্য চেয়েছে বিসিবি। ভারতের প্রাক্তন অধিনায়ক ছাড়া বিরাট কোহালি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে বিসিবি।

বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, ‘এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটো ম্যাচের আয়োজন করছি আমরা। ভারতের তারকা ক্রিকেটারদের যাতে দুটো ম্যাচের জন্য ছাড়া হয়, সেই ব্যাপারে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি।আশা করব বিসিসিআই আমাদের অনুরোধ রাখবে।’

জানা গিয়েছে, দুটো ম্যাচের একটি ম্যাচ হবে আগামী বছরে ১৮ মার্চ এবং আর একটি ম্যাচ হবে আগামী ২১ মার্চ। আইসিসি ওই ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে বলেও জানা গিয়েছে।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...