Thursday, August 21, 2025

বিশ্বকাপের পর আর ব্যাট হাতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। এমনকি উইকেটের পেছনেও দেখা যায়নি তাঁকে। এর ফলে বহুবার তাঁর অবসরের জল্পনা উঠেছে ক্রিকেটমহলে। কিন্তু এখনও তিনি অবসরের কথা জানাননি। উলটে, আগামী বছর কামব্যাক করতে পারেন ধোনি, এমন গুঞ্জন বর্তমানে শোনা যাচ্ছে। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে ভারতের প্রাক্তন ‘ক্যাপ্টেন কুল’-কে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দু’টি ম্যাচের জন্য ধোনি-সহ সাত ভারতীয় ক্রিকেটারকে এশিয়া একাদশের জন্য চেয়েছে বিসিবি। ভারতের প্রাক্তন অধিনায়ক ছাড়া বিরাট কোহালি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে বিসিবি।

বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, ‘এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটো ম্যাচের আয়োজন করছি আমরা। ভারতের তারকা ক্রিকেটারদের যাতে দুটো ম্যাচের জন্য ছাড়া হয়, সেই ব্যাপারে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি।আশা করব বিসিসিআই আমাদের অনুরোধ রাখবে।’

জানা গিয়েছে, দুটো ম্যাচের একটি ম্যাচ হবে আগামী বছরে ১৮ মার্চ এবং আর একটি ম্যাচ হবে আগামী ২১ মার্চ। আইসিসি ওই ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে বলেও জানা গিয়েছে।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version