লোকসানে চলে বিএসএনএলকে আরও আকর্ষণীয় কতকগুলি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংস্থার তরফে এবার ফোনের সঙ্গে সঙ্গে টিভি চালানো বা ভিডিও কল করার সুবিধা পাওয়া যাবে। এই মুহূর্তে শুধুমাত্র শহর কলকাতায় প্রায় সাড়ে চার লক্ষ ল্যান্ড লাইন চলছে। বিএসএনএল সরকারি সংস্থার মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। গত আর্থিক বছরে সংস্থার আয় হয়েছিল ৪৩০ কোটি টাকা। কোটি কিন্তু খরচ হয়েছিল ৯০০ কোটি টাকা। সেই কারণে ভর্তুকি কমিয়ে লাভের মুখ দেখতে একদিকে যেমন নীতি ঘোষণা করা হয়েছে অন্যদিকে নানা পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতায় গ্রুপ এ-র মধ্যে ৮৪ জন স্বেচ্ছাবসর নিয়েছেন। ১০৮৮ গ্রুপ বি কর্মীর মধ্যে অবসর নিয়েছেন ২৮৭জন। ২২৩১জন গ্রুপ সি কর্মীর মধ্যে ৯৫৫ জন, আর ৯৪৭ গ্রুপ ডি কর্মীর মধ্যে থাকছেন না ৩৫৭ জন অবসরের পর এখন কলকাতায় বিএসএনএলের কর্মীসংখ্যা দাঁড়িয়েছে ২৪০০।

কলকাতা টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ পাল জানিয়েছেন, অন্য সার্ভিস প্রোভাইডারদের তুলনায় আমাদের ইন্টারনেটের গতি বেশি। কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় ৯০০ কিলোমিটার সমীক্ষা করে এই রিপোর্ট দিয়েছে ট্রাই। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে টিভি চালানোর জন্য অতিদ্রুত লাইন পৌঁছে দেব। বিএসএনএলের কল ড্রপ সংখ্যা খুবই কম। থ্রিজি ইন্টারনেটের গতিও বেশি। স্পেকট্রাম ইস্যু মিটে গেলেই দিন দশেকের মধ্যে শুরু হয়ে যাবে ফোর জি কানেকশন। এর জন্য নতুন করে ১৯০০ সাইট টাওয়ার তৈরি হবে। এর সঙ্গে চালু থাকবে ফোরজিও চালু হবে আগামী মার্চে। জিও সেট টপ বক্স নিয়ে আসছে দেশ জুড়ে। তার আগেই প্রোভাইডারের বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে বিএসএনএল।

আরও পড়ুন-Breaking: মহারাষ্ট্রে আস্থা ভোট কালই, আর কী বলল সুপ্রিম কোর্ট?
