মাঝেরহাট ব্রিজ নিয়ে এবার রাজ্য আর রেলের মধ্যে চাপান-উতোর শুরু হলো। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে মাঝেরহাট ব্রিজ নিয়ে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রেল কর্তৃপক্ষ ছাড়পত্র দিচ্ছে না বলেই মাঝেরহাট সেতু কাজ এগোচ্ছে না। দয়া করে আপনি হস্তক্ষেপ করুণ।

পাল্টা নবান্নকে চিঠি পাঠিয়ে রেল অভিযোগ করেছে, রাজ্য এমন অনেক কিছু প্রক্রিয়া ফেলে রেখেছে যার জন্য ছাড়পত্র দিতে দেরি হচ্ছে। বলা হয়েছে লঞ্চিং স্কিমের নকশা ঠিক করে তা দ্রুত দিতে হবে, ব্রিজের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তির বিষয়টি পরিষ্কারভাবে চিঠিতে জানাতে হবে, যে যন্ত্র ব্যবহার করা হবে ব্রিজ তৈরিতে সে ব্যাপারে চুক্তি করতে হবে, এছাড়াও যৌথ পরিদর্শনের ব্যাপারেও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। সেই সময়ে রাজ্য বলেছিল ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে নতুন মাঝেরহাট সেতু চালু করা হবে। কিন্তু নভেম্বর মাস পেরিয়ে গেলেও এখনও সেতুর কাজ অনেকটাই বাকি।
