উদ্ধব-সরকারের ওপর চাপ বাড়াতে মহারাষ্ট্রে রাজ্যপাল বদল, জল্পনা তুঙ্গে

0
2
কলরাজ মিশ্র

মহারাষ্ট্রে মুখে চুনকালি লাগিয়ে নেওয়ার পরেও থামতে চাইছে না বিজেপি। এবার অন্য পথে নতুন সরকারকে বিব্রত করার ছক কষছে বিজেপি তথা কেন্দ্র। রাজ্যপালকে সামনে রেখে পিছন থেকে বিজেপি দেশের একাধিক অ-বিজেপি রাজ্যে করে চলেছে। বাংলাতেও সেই চেষ্টা চলছে। এবার মহারাষ্ট্রেও একই খেলা খেলতে চাইছে কেন্দ্র।

সূত্রের খবর, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ামাত্রই কেন্দ্র মহারাষ্ট্রের রাজ্যপাল বদল করছে। বর্তমান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির জায়গায় বিজেপি মহারাষ্ট্রে রাজ্যপাল করে পাঠাতে চাইছে কলরাজ মিশ্রকে। ইনি বর্তমানে রাজস্থানের রাজ্যপাল। মহারাষ্ট্রে নতুন সরকারের উপর চাপ বাড়াতেই বিজেপির এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করা হচ্ছে।

কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে চলেছে জেনে বিরোধী রাজনৈতিক শিবির ক্ষোভে ফেটে পড়েছে। মহারাষ্ট্রে ফের নতুন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও সরকারিভাবে এই খবর সমর্থিত হয়নি।

আরও পড়ুন-কাফে হামলায় ফাঁসির সাজা খাগড়াগড় কাণ্ডের পাণ্ডা নাসিরুল্লাহর