শপথে নেই সোনিয়া-রাহুল

0
2

কাল, বৃহস্পতিবার সন্ধে ছ’টায় শিবাজী পার্কে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। শপথ অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে সে নিয়ে সর্বত্র আলোচনা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছিল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও। কিন্তু অনুষ্ঠানে থাকছেন না সোনিয়া-রাহুল দুজনেই। রাজনৈতিক মহলের খবর, শিবসেনার সঙ্গে সহাবস্থানের অস্বস্তি এড়ানোর জন্যই সোনিয়া-রাহুল শপথ অনুষ্ঠান এড়িয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চন্দ্রবাবু নাইডু, এম কে স্ট্যালিনকেও।