সাগরপারে আজও হিট উত্তম কুমার

মৃত্যুর ৩৯ বছর পরে আজও রোম্যান্টিসিজমের শেষকথা উত্তম কুমার। শুধু দেশে নয় বিদেশের মাটিতে বাঙালির কাছে আজও তিনি রোম্যান্টিকতার শেষ কথা। লন্ডনে বসে বাঙালিরা বাংলা সিনেমার স্বর্ণযুগে শুধু ফিরলেন তাই নয়, নাচে-গানে সিনেমায় ভরিয়ে তুললেন। সৌজন্যে ইস্টার্ন ইউফনি। রবিবার সেখানে উত্তম স্মরণে ভারতীয় বিদ্যাভবন হলে মহানায়ক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল উত্তম কুমার অভিনীত ছবির গান, অডিও ভিসুয়াল। অতিথি শিল্পী ছিলেন দেবাশীষ গোলদার, বাংলাদেশ বংশদ্ভুত গৌরী চৌধুরী। ছিলেন কলকাতার বাদ্যযনন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, লন্ডনের অমিত দে। ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র বিখ্যাত কবির গানের লড়াইয়ের পাশাপাশি বিখ্যাত সব ছবির গান একের পর এক গেয়েছেন তাঁরা। সঙ্গে পর্দায় ভিসুয়াল। এই পথ যদি না শেষ হয়, দোলে দোদুল দোলে ঝুল না, আমি যে জলসাঘরে, কে প্রথম কাছে এসেছি,… অবিস্মরণীয় সব গান। প্রবাসীদের নিয়ে তৈরি ইস্টার্ন ইউফোনি বাংলা গান নিয়ে বৃটেনের নানা প্রান্তে বাংলা অনুষ্ঠান করে।

Previous articleশপথে নেই সোনিয়া-রাহুল
Next articleঅবাস্তব! ধর্মঘটের আইন বদলে দিচ্ছে মোদি সরকার!