Sunday, November 16, 2025

তৃণমূলের তিনে তিন! উপনির্বাচনে সবুজ ঝড়ে ফিকে গেরুয়া

Date:

ছবিটা মাত্র ৬ মাসেই বদলে গেল। চলতি বছরের মে মাসে লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল করেছিল বিজেপি। তারপর উপনির্বাচন ছিল প্রতিটি দলের কাছেই অ্যাসিড টেস্ট। কিন্তু সেখানে ডাহা ফেল বিজেপি। রাজ্যে তিন কেন্দ্রের উপ-নির্বাচনে সবুজ ঝড়ে ফিকে হল গেরুয়া। কালিয়াগঞ্জ-খড়্গপুর সদর-করিমপুর, তিন কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল।

খড়গপুর সদরেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক থেকে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী। যেখানে লোকসভা নির্বাচনের নিরিখে ৪৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু সেই ব্যবধান ভেদ করে তৃণমূলের প্রদীপ সরকার ২০,৮১১ ভোটে জয়লাভ করেন। গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট। এখানে প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়ে। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপ সরকার।

অন্যদিকে, করিমপুর কেন্দ্রটি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জিতে নেয় ঘাসফুল শিবির। বেলা যত গড়িয়েছে ততোই তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় জয়ের ব্যবধান বাড়িয়েছিল। শেষে পর্যন্ত করিমপুরে ২৪,১১৯ ভোটে জয় পান বিমলেন্দুবাবু। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি পায় ৭৮,৫০২ ভোট এবং কংগ্রেস-সিপিএম জোট পায় ১৮, ৪১৫ ভোট।

তবে সবচেয়ে বড় চমক কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্র থেকে ২৩০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা। এখানে লোকসভার নিরিখে প্রায় ৫৫ হাজার ভোটে এগিয়ে ছিল গেরুয়া শিবির। গণনার শুরু থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার এগিয়ে থাকলেও সপ্তম রাউন্ডের পর থেকে চাকা ঘুরতে শুরু করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত শাসক দল জিতে যায় আসনটি।

এই জয়ের পর তিন কেন্দ্রের দলীয় প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঔদ্ধত্য আর অহংকারের ফল পেল বিজেপি।

আরও পড়ুন-দিদি আর শুভেন্দুকে কৃতজ্ঞতা জানালেন প্রদীপ

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version