Monday, November 17, 2025

তৃণমূলের তিনে তিন! উপনির্বাচনে সবুজ ঝড়ে ফিকে গেরুয়া

Date:

ছবিটা মাত্র ৬ মাসেই বদলে গেল। চলতি বছরের মে মাসে লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল করেছিল বিজেপি। তারপর উপনির্বাচন ছিল প্রতিটি দলের কাছেই অ্যাসিড টেস্ট। কিন্তু সেখানে ডাহা ফেল বিজেপি। রাজ্যে তিন কেন্দ্রের উপ-নির্বাচনে সবুজ ঝড়ে ফিকে হল গেরুয়া। কালিয়াগঞ্জ-খড়্গপুর সদর-করিমপুর, তিন কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল।

খড়গপুর সদরেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক থেকে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী। যেখানে লোকসভা নির্বাচনের নিরিখে ৪৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু সেই ব্যবধান ভেদ করে তৃণমূলের প্রদীপ সরকার ২০,৮১১ ভোটে জয়লাভ করেন। গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট। এখানে প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়ে। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপ সরকার।

অন্যদিকে, করিমপুর কেন্দ্রটি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জিতে নেয় ঘাসফুল শিবির। বেলা যত গড়িয়েছে ততোই তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় জয়ের ব্যবধান বাড়িয়েছিল। শেষে পর্যন্ত করিমপুরে ২৪,১১৯ ভোটে জয় পান বিমলেন্দুবাবু। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি পায় ৭৮,৫০২ ভোট এবং কংগ্রেস-সিপিএম জোট পায় ১৮, ৪১৫ ভোট।

তবে সবচেয়ে বড় চমক কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্র থেকে ২৩০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা। এখানে লোকসভার নিরিখে প্রায় ৫৫ হাজার ভোটে এগিয়ে ছিল গেরুয়া শিবির। গণনার শুরু থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার এগিয়ে থাকলেও সপ্তম রাউন্ডের পর থেকে চাকা ঘুরতে শুরু করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত শাসক দল জিতে যায় আসনটি।

এই জয়ের পর তিন কেন্দ্রের দলীয় প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঔদ্ধত্য আর অহংকারের ফল পেল বিজেপি।

আরও পড়ুন-দিদি আর শুভেন্দুকে কৃতজ্ঞতা জানালেন প্রদীপ

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version