হুগলির হরিপালের গোপীনগরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মী কাজল মালাকারের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতী। এমনকী, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হরিপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
