খুলল ২০০ বছরের পুরনো সিন্দুক, মিলল কী?

খুলল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দুই শতকের পুরনো সিন্দুক। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে এই পাওয়া যায় এই ২০০ বছরের পুরনো সিন্দুক। কিন্তু তার চাবি পাওয়া যায়নি। জানা ছিল না সিন্দুকের মধ্যে আছেই বা কী! অবশেষে পরামর্শ করে সিন্দুক ভাঙার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

শুক্রবার, সকালে এক বয়স্ক শ্রমিক সিন্দুক খোলার চেষ্টা শুরু করেন। প্রায় ৪ ঘণ্টা ধরে ঘেমে-নেয়ে অবশেষে সিন্দুক খোলা বলা ভালো ভাঙা হয়। উদ্ধার হয় বেশ কিছু-
• মেডেল
• নথি
• চাবি
• চিঠি

এই জিনিসগুলি এবার পরীক্ষা করে দেখা হবে। সেগুলি কবে, কীভাবে ওখানে রাখা হয়েছিল? এইসব নথির ঐতিহাসিক গুরত্বই বা কী? নিদর্শনগুলির ঐতিহাসিক গুরুত্ব খতিয়ে দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Previous articleশামি-বুমরারা ভবিষ্যতের আইডল, বললেন দ্রাবিড়
Next articleহরিপালে আক্রান্ত বিজেপি