Monday, November 17, 2025

বীরভূমে বিজেপির গোষ্ঠীকোন্দল নেমে এল রাস্তায়। বর্তমান জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অপসারণ চেয়ে সিউড়িতে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। দলের মধ্যে অনুগামী তৈরি করে অযোগ্য লোকের হাতে মণ্ডল কমিটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যদিও বীরভূম জেলা সভাপতি এই অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, কর্মীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যেটা বসে মিটিয়েও নেওয়া হবে।
বীরভূম জেলার চল্লিশটি মণ্ডলের মধ্যে ৩৬টিতে নতুন মুখ এনেছেন শ্যামাপদ মণ্ডল। আর এতেই শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীকোন্দল। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো বিজেপি কর্মী সিউড়িতে হাজির হন। জেলায় স্কুল মাঠ থেকে বিজেপির ডাঙালপাড়া নির্বাচনী কার্যালয় মিছিল করেন তাঁরা। মিছিল থেকে শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে স্লোগানও ওঠে।

বিক্ষোভ কর্মসূচি চলার সময় বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে কথা বলতে হাজির হন দলের যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ধ্রুব সাহা এবং জেলা নেতা অতনু চট্টোপাধ্যায়। তবে, বিক্ষোভকারীরা দাবি করছেন, বর্তমান জেলা সভাপতিকে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে হবে। শুধু রাস্তায় নেমেই নয় সোশ্যাল মিডিয়াতেও অনেক নেতা-কর্মীরা দলের বর্তমান সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version