Saturday, November 15, 2025

সেপ্টেম্বর-ত্রৈমাসিকে GDP কমে 4.7% ? মোদি জমানায় পতনের রেকর্ড

Date:

Share post:

দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে একের পর এক দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তথা দেশের নীতি নির্ধারকরা। তাতে কাজের কাজ কতটা হয়েছে তার উত্তর জানা যাবে আজ। শুক্রবারই দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন বা GDP- বৃদ্ধির তথ্য প্রকাশ করার কথা কেন্দ্রীয় সরকারের। তবে সরকারি তথ্যপ্রকাশের আগেই বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে ভারতের GDP বৃদ্ধির যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা মোদি সরকারের পক্ষে আদৌ স্বস্তিদায়ক নয়।

চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন বা GDP বৃদ্ধির হার আরও তলানিতে এসে ঠেকতে চলেছে বলে পূর্বাভাস মিলেছে। সম্প্রতি এক রিপোর্টে, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছিল 5 শতাংশ,কিন্তু সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা আরও কমে 4.7 শতাংশে এসে ঠেকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স।
যদি এই ইঙ্গিত মিলে যায়, তাহলে গত 6 বছরের মধ্যে সর্বনিম্ন তলানিতে এসে ঠেকবে আর্থিক বৃদ্ধি।

উল্লেখ্য, 2013 সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার মাত্র 4.3 শতাংশে ঠেকেছিল। সাম্প্রতিক সময়ের মধ্যে সেটি ছিল সবথেকে কম। গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ছিল 7 শতাংশ। বিশেষজ্ঞদের ব্যখ্যা, দেশে পণ্যের চাহিদা এবং বেসরকারি লগ্নি অস্বাভাবিক হ্রাস পেয়েছে। বিশ্ব বাজারে মন্দার জেরে রফতানিও কমেছে। আর এই সাঁড়াশি অভিযানে GDP-তে এই মন্দার টান বলে মত বিশেষজ্ঞদের।

আরও ভয়ঙ্কর, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে ফের রিজার্ভ ব্যাংক সুদের হার কমাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী 3-5 ডিসেম্বর RBI-এর বৈঠক। সেই বৈঠকেই সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাংক।

spot_img

Related articles

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...