বাসে চড়ে জেলা সফর, তারপরেই নয়া নির্দেশ মুখ্যসচিবের

প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ৩জেলা সফরে গিয়েছিলেন মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকরা। কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মালদহ ও মুর্শিদাবাদেও গিয়েছিলেন উচ্চ পদস্থ আধিকারিকরা। কলকাতা থেকে সরাসরি ভলভো বাসে যান তাঁরা। ফিরেও আসেন ভলভো বাসেই। আর তখনই বুঝেছেন, রাস্তার কী হাল। নবান্নে ফিরেই পূর্ত দফতরকে রাস্তা সারানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত জেলার সব রাজ্য সড়ক সারিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যসচিবের নির্দেশ পেয়ে পূর্তসচিব সব জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন।

Previous articleকালীঘাট মন্দির চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে গণধর্ষণ
Next articleএক দৈনিকের হেডিং নিয়ে দিনভর চাপানউতোর