নীতীশ কুমার, জগমোহন রেড্ডি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ভোটকুশলী প্রশান্তকুমার ওরফে পিকে হাত মেলাচ্ছেন দক্ষিণের করুনানিধি-স্ট্যালিনের দল ডিএমকের সঙ্গে। কারণ স্পষ্ট, সম্প্রতি তামিলনাড়ুতে দু’টি উপনির্বাচন হয়েছে এবং সে দুটোতেই কংগ্রেসের সঙ্গে জোট করেও এআইএডিএমকে কাছে হেরে গিয়েছে ডিএমকে। পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ু বিধানসভারো ভোট। অর্থাৎ বছর দেড়েক বাকি। তাই আর কোনওরকম সাহসিকতা না দেখিয়ে পিকের শরণাপন্ন হলো স্ট্যালিনের দল। ইতিমধ্যে তামিলনাড়ুতে আবার সেলুলয়েডের দুই সুপারস্টারের আবির্ভাব হয়েছে। কমল হাসান তাঁর নিজের দল মাক্কাল নিধি মাইয়াম তৈরি করেছেন। রজনীকান্ত নতুন দল করতে চলেছেন। দুই সুপারস্টারের দলের জোট হতেও পারে। ফলে তামিলনাড়ুর ভোটে মূলত দুই দলের লড়াইয়ের পাশাপাশি এবার তৃতীয় দল ময়দানে থাকছে। ফলে নির্বাচনী লড়াইয়ে বেশ কঠিন হবে তা বোঝা গিয়েছে। কিন্তু এই মুহূর্তে কমল হাসানের দলের সঙ্গে চুক্তি রয়েছে পিকের। আগামী জানুয়ারিতেই সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। চুক্তি শেষ না হলে নতুন করে তিনি চুক্তি করতে পারবেন না। তার কারণ একই রাজ্যে পরস্পর বিরোধী দুটি দলের হয়ে কাজ করা নীতিগতভাবে সম্ভব নয়। স্ট্যালিন মনে করছেন পিকের হাত ধরে সুসময় ফিরবে ডিএমকের!
