বিজেপির সময়টা ইদানিং ভালোই যাচ্ছে না৷ ফের গেরুয়া-শিবিরের দিকে ধেয়ে আসতে চলেছে এক অশনি সংকেত৷ বৃত্ত সম্পূর্ণ হলে, আরও এক রাজ্য “বিজেপি-মুক্ত” হবেই৷
“মহারাষ্ট্রের ইস্যু শেষ হয়েছে। এ বার আমরা গোয়ার দিকে নজর দিচ্ছি। দ্রুত সেখানেও একটা চমক দেখা যাবে।”
শুক্রবার সকালে এমনই মন্তব্য করে গেরুয়া শিবিরের ঘুম উড়িয়ে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর এর পর থেকে জাতীয় স্তরে শুরু হয়েছে জল্পনা, তাহলে গোয়ার বিজেপি সরকার ফেলে দিতেই কি নেমে পড়েছে শিবসেনা?
পরিকল্পনাটা ঠিক কী, তা বলতেই চাননি রাউত। তবে তিনি বলেছেন, “বিজেপির শরিক গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন। দিনকয়েকের মধ্যেই একটা চমক দেখবে গোটা দেশ।”
গোয়ার 40 আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক 27 জন। শরিক গোয়া ফরওয়ার্ড পার্টির 3 বিধায়ক রয়েছেন। তবে ওই রাজ্যে বিজেপি এত স্বস্তিজনক জায়গা ছিল না। গোয়ায় একক বৃহত্তম দল ছিল কংগ্রেস। অন্য দিকে আসন সংখ্যা কম থাকলেও, বিভিন্ন দলের সঙ্গে জোট তৈরি করতে সক্ষম হয় বিজেপি। কিন্তু বেশ কয়েক মাস আগে, কংগ্রেসের 10 বিধায়ক বিজেপিতে যোগ দেন।এর পর একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিজেপি। ফলে গোয়ায় সরকার ফেলে দেওয়ার ইচ্ছা বেশ কঠিন।
তবে রাউত আরও বলেছেন, “মহারাষ্ট্রের পর গোয়া, তার পর বাকি রাজ্যতেও এটা হবে। সারা দেশে আমরা বিজেপি- বিরোধী জোট তৈরি করবই।”
