আজ শনিবার থেকে শুরু হচ্ছে আই-লিগ৷ প্রথম ম্যাচেই পাহাড়ের আইজল এফসি’র বিরুদ্ধে নামছে মোহনবাগান ৷ খাতা-কলমে অনেকটাই এগিয়ে বাগান তবুও টেনশনে কোচ ভিকুনা৷ কলকাতা লিগ, বাংলাদেশের শেখ জামাল কাপ, ডুরাণ্ডে টানা ব্যর্থ বাগান ৷ তাই আই-লিগেই ভিকুনার অ্যাসিড টেস্ট৷ তবে ঘরের মাঠে তৈরি আইজল-ও৷ দুপুর 2টোয় খেলা দেখা যাবে ডিডি-স্পোর্টস চ্যানেলে ৷
