Monday, January 12, 2026

রোজভ্যালি চিটফান্ড প্রতারিতদের পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

ভোটের আগে চিটফান্ড নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। টাকা পাইয়ে দেওয়ার নাম করে বিজেপি তাঁদের নিয়ে রাজনীতি করছে। এমনই গুরুতর অভিযোগ এনে শনিবার সেন্ট্রাল এভিনিউয়ে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ রোজভ্যালি প্রতারিতদের একাংশ।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়রা শুধু রাজনীতির স্বার্থে তাদেরকে ব্যবহার করছেন। এদিন বর্ধমান-নদিয়া-হুগলি থেকে আসা রোজভ্যালি প্রতারিতদের একাংশের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু সকাল থেকে রোজভ্যালির এই প্রতারিত গ্রাহকরা অপেক্ষা করলেও, তাঁদের সঙ্গে কেউ দেখা করেননি। বরং, বিজেপির পার্টি অফিস থেকে তাঁদের কার্যত বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার পরই পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন রোজভ্যালি প্রতারিতরা। তাঁদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে তাঁদের আন্দোলন এগিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা। বলেছিলেন, দ্বিতীয়বার নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে চিটফান্ড নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি প্রতারিতদের পক্ষ নিয়ে আদালতে মামলা করবে। কিন্তু সেই মামলা এখন বিশবাঁও জলে।

বিষয়টি নিয়ে কথা বলতে এদিন দূরের জেলাগুলি থেকে রোজভ্যালি কাণ্ডে চিটফান্ড প্রতারিতদের একটা বড় অংশ এসেছিলেন কৈলাস বিজয়বর্গীয়-দিলীপ ঘোষদের সঙ্গে দেখা করতে। তাঁরা নাকি আগে থেকেই কথা বলেই এসেছিলেন। কিন্তু এদিন তাঁদের সঙ্গে কেউ দেখা করেননি বলে অভিযোগ।

আরও পড়ুন-নজরে সীমান্ত, বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...