নজরে সীমান্ত, বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে সব জেলার পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসাররাও। সূত্রের খবর, সোমবার নবান্নের ১৪ তলার কনফারেন্স হলে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী পুলিশ। পুলিশ আধিকারিকদের পাশাপাশি থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিআইজিও।

রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে সীমান্ত। প্রধানত সীমান্তবর্তী জেলাগুলির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। কাঁটাতার পেরিয়ে দুষ্কৃতীরা রাজ্যে অনুপ্রবেশ করছে কি না অথবা এলাকায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখতে আগেই পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যয়। সোমবারের বৈঠকে সেই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সে বিষয়ে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, জঙ্গলমহলে ফের মাওবাদী সমস্যা মাথাচাড়া দিচ্ছে কি না সে বিষয়েও খোঁজখবর নেবেন তিনি। সূত্রের খবর, রাজ্যের শিল্পাঞ্চলগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও নির্দেশ দেবেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।

Previous articleঅ্যাডিলেডে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের
Next articleরোজভ্যালি চিটফান্ড প্রতারিতদের পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে