যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাজ্যপাল

যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সেনেটের বৈঠকে যোগ দেবেন তিনি। বাংলার রাজ্যপাল থাকাকালীন বীরেন জে শাহ এবং এমকে নারায়ণনও সেনেটের বৈঠকে যোগ দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং কর্মচারীদের যৌথ মঞ্চ শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। মঞ্চের পক্ষে পার্থিব বসু বলেন, “রাজ্যপাল তাঁদের জানান, সেনেট বৈঠকে যোগ দিতে ৪ ডিসেম্বর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন।” এবং বৈঠকেই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়ার কথা।

আরও পড়ুন-প্রয়াত তৃণমূলের বর্ষীয়ান নেতা মানিকলাল চট্টোপাধ্যায়

 

Previous article২০২১ নয়, ২০৫৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি নিক ওরা! বিজেপিকে কটাক্ষ জ্যোতিপ্রিয়র
Next article3-0 কেন ? বঙ্গ- বিজেপির কৈফিয়ত তলব করলেন ক্ষুব্ধ অমিত শাহ