হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে মন্দাক্রান্তার বিশেষ কবিতা

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দিল্লি থেকে কলকাতা, আবার কখনও হায়দরাবাদ থেকে শিলিগুড়ি, প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে সকলে। প্রত্যেকের একটাই দাবি, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নির্যাতিতার পরিবার দোষীদের মৃত্যুদণ্ডের দাবি করেছে। আর এবার নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন কবি মন্দাক্রান্তা সেন। তাঁর ফেসবুক ওয়ালে এক বিশেষ কলমে উঠে এসেছে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি কবিতা, যাতে নির্যাতিতার প্রতি হওয়া অত্যাচারের তীব্র নিন্দা করেছেন মন্দাক্রান্তা।

কবি লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমাকে নিয়ে লিখতে গেলে আমার কলম ধর্ষিত হয়।
প্রিয়াঙ্কা, তোমাকে নিয়ে লিখতে গেলে আমার কলম পুড়ে যায়।
প্রিয়াঙ্কা, তোমার জন্য মিটিং চাই না, মিছিল চাই না।
শুধু জানতে চাই, ‘ফিনিক্স’, বাড়ি আছ?’

তাঁর এই বিশেষ কবিতা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।