এটিএম জালিয়াতি, যাদবপুর থানায় বারো অভিযোগ!

যাদবপুর থানায় পর পর বারোটি অভিযোগ। এটিএম থেকে টাকা তুলে নিয়ে জালিয়াতির অভিযোগ নিয়ে যাদবপুরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সোমবার সকালে। এদিন গ্রাহকরা অভিযোগ করেন থানায়। বলেন, রবিবার রাতে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার এসএমএস পান। সঙ্গে সঙ্গে হেল্প লাইনে জানালে তাঁরা কার্ডগুলি ব্লক করতে বলেন এবং থানায় অভিযোগ জানাতে বলেন। যাদবপুর থানার পুলিশ এফআর দায়ের করে তদন্ত শুরু করেছে। সব টাকাই তোলা হচ্ছিল দিল্লির এটিএম থেকে। যাদবপুর থানার পুলিশ যোগাযোগ করছে দিল্লি পুলিশের সঙ্গে। তাঁদের ধারণা, এই ঘটনার পিছনে একটি র‍্যাকেট রয়েছে।

আরও পড়ুন-পরপর তিনটি উড়ান বাতিল, দমদমে গোএয়ার পরিষেবায় চরম বিক্ষোভ

 

Previous articleপরপর তিনটি উড়ান বাতিল, দমদমে গোএয়ার পরিষেবায় চরম বিক্ষোভ
Next articleবুলবুল বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র কোনও সাহায্য করেনি, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী