পোস্তা উড়ালপুল নিয়ে ফের বাম আমলকে দায়ী করলেন ফিরহাদ

পোস্তা উড়ালপুল নিয়ে ফের বাম আমলকে দায়ী করলেন ফিরহাদ হাকিম। বাম আমলে পোস্তা উড়ালপুল তৈরির বরাত পেয়েছিল একটি কালো তালিকাভুক্ত সংস্থা। আজ, মঙ্গলবার এমনই জানালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ‘অশোক ভট্টাচার্য কেএমডিএ চেয়ারম্যান থাকাকালীন ওই বরাত পায় কালো তালিকাভুক্ত সংস্থাটি। উড়ালপুলের নকশাতেও ত্রুটি ছিল। আমরা ক্ষমতায় আসার পর দেখি প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে ওই সংস্থাকে দিয়েই কাজ চালাতে হয়েছে’।

উড়ালপুলের অবস্থা খতিয়ে দেখে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা মুখ্যসচিবকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন মেয়র।

Previous articleবাগুইআটি উড়ালপুলে ফাটল: চিন্তা নেই, বলছেন পূর্ত আধিকারিকরা
Next articleএটিএম জালিয়াতির তদন্তে দিল্লিতে কলকাতা পুলিশ